Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

ফটোগ্যালারি

জনসংযোগ বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন, ঢাকা ওয়াটার এইড (Water Aid) বাংলাদেশ এর উদ্যোগে ‘ উদ্যোগে পাবলিক টয়লেট ইজারাদারদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি- সনদপত্র বিতরণ’ অনুষ্ঠান আজ নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে ১৯৮৬ হতে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ওয়াটার এইড ডিএসসিসি এর সাথে পাবলিক টয়লেট ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছে ২০১৪ থেকে। ইতিমধ্যে ডিএসসিসি এলাকায় ১১টি পাবলিক টয়লেট ব্যবস্থাপনার কাজ করছে ওয়াটার এইড। নগরবাসীর নিরাপদ স্যনিটেশন সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব উল্লেখ করে প্রশাসক বলেন ঢাকা নগরীতে সরকারী বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে পাবলিক টয়লেটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাবলিক টয়লেটের অপ্রতুলতা, পাবলিক টয়লেট নির্মানের জায়গার সীমাব্ধতা এবং টয়লেট ব্যবহাকারী ও ইজারাদারদের অদক্ষতা দূরীকরণে তিনি অংশীদারিত্বমূলক বিজনেস মডেলের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় তিনি ওয়াটার এইড বাংলাদেশের ‘পথের দাবী’ চলতি পথে টয়লেট হোক প্রশান্তির জায়গা র্শীষক ক্যাম্পেইন এর উদ্বোধন করেন এবং জনগুরুপূর্ণ এই উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী জনাব মোঃ আমিনুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা জনাব কাইজার মোহাম্মদ ফারাবী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-১০)
ডিএসসিসি প্রশাসকের সাথে বিশ্বব্যাংক অর্থায়িত প্রজেক্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়ার সাথে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ডিএসআইপি) এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। ৫ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের প্রধান ছিলেন বিশ্বব্যাংকের Khairy Al-Jamal. (২০২৫-০৩-০২)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম তদারকির জন্য আজ ডিএসসিসির অঞ্চল-১ ও অঞ্চল-২ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। এ সময় তিনি ট্রেড লাইসেন্সের বৈধতা, ফুটপাত ও রাস্তা দখলমুক্তকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, ওএসপি, বিপিপি, পিএসসি এবং সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-০১)
জুলাই-আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থান পরবর্তী সৃষ্ট জনপ্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতকরনের তাগিদ দক্ষিণ সিটি পরিচালনা কমিটির। ঢাকা (১৯ ফেব্রুয়ারি, ২০২৫): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ৪র্থ (চতুর্থ) কর্পোরেশন সভা বুধবার নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ (পঁচিশ) জন সদস্য উপর্যুক্ত সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত তৃতীয় কর্পোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোল সমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত দশটি (১০টি) প্রতিষ্ঠান /স্হাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা /প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়। সভায় “বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ইনার রিং সড়ক”, “বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ঝাউচর প্রধান সড়ক”, “বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সরণি” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক ”, “শহীদ শেখ রাসেল শিশু পার্ক”, কলাবাগান এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “কলাবাগান শিশু পার্ক ”, “শহীদ শেখ রাসেল শিশু পার্ক”, যাত্রাবাড়ী এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “যাত্রাবাড়ী শিশু পার্ক”, “মেয়র শেখ তাপস সেতু”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “কামরাঙ্গীরচর ব্রিজ”, “হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক ”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “শহীদ জিয়া শিশু পার্ক ”, “মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র”, “মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ সরাফতগঞ্জ পার্ক”, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র” করার সুপারিশ করা হয়। সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও ঢাদসিকের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া বলেন “জুলাই - আগস্টে ছাত্রজনতার গন অভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরনে সবাইকে সচেষ্ট থাকতে হবে" সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০২-১৯)
২০২৪-২৫ অর্থ বছরের প্রকৌশল বিভাগের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি (২০২৪-১২-১৮)
মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসসিসিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত (২০২৪-১২-১৬)
ডিএসসিসির সড়কের গর্ত, খানাখন্দ সংস্কার পুরোদমে চলমান, নভেম্বরে মিলবে সুফল (২০২৪-১০-১৩)
ডিএসসিসির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত (২০২৪-১০-০৩)
মশক নিয়ন্ত্রণে পরিচালিত দৈনন্দিন কার্যক্রম প্রতিদিন গণমাধ্যমকে অবহিত করা হবে: ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী (২০২৪-০৯-১৯)
প্রিয় নবীর জীবনী অনুসরণপূর্বক আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবেঃ ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী (২০২৪-০৯-১৬)
শনিবার (২৪ আগস্ট) বিকালে দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার (কন্টেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী (২০২৪-০৮-২৪)
সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান অব্যাহত রাখা হবে: ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী (২০২৪-০৮-২০)