ড. মোঃ জিল্লুর রহমান
প্রধান নির্বাহী কর্মকর্তা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
স্থানীয় সরকার বিভাগ
ড. মোঃ জিল্লুর রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩তম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. তারিখে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের একজন কর্মকর্তা।
তিনি ১৯৭৬ সালের ০২ মার্চ সাতক্ষীরা জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২৩ সালে একই বিশ্ববিদ্যালয় হতে রামপাল বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষার উপর পিএইচ.ডি. লাভ করেন।
ড. জিল্লুর রহমান মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। তিনি দীর্ঘ কর্মময় জীবনে সরকারের জাতীয় ও নীতি নির্ধারণী স্তরে প্রণিধানযোগ্য ভূমিকা রেখেছেন। মাঠ প্রশাসনে বান্দরবান ও খুলনা জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর, যশোর জেলার মনিরামপুর ও বাগের হাট জেলার রামপাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁর দায়িত্ব পালন উল্লেখযোগ্য। আরও উল্লেখ্য, তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগ, উপসচিব হিসেবে বিদ্যুৎ বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ, উপপ্রকল্প পরিচালক হিসেবে পাট অধিদপ্তর ও যুগ্মসচিব হিসেবে রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগে কর্মকালীন বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বিভিন্ন সভায় দেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে কাজ করেন।
তিনি ২০১১ সালে মনিরামপুর, যশোর জেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করায় প্রশংসিত হন। একই বছর প্রকল্পের দেশ সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুরুষ্কৃত হন। তাছাড়া ২০১২ সালে উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়নে যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হন। তিনি ২০২১ সালে শুদ্ধাচার পুরুষ্কারেও ভূষিত হন।
জনাব জিল্লুর রহমান পেশাগত উন্নয়নের লক্ষ্যে এ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ অব ইণ্ডিয়া, ডিপার্টমেণ্ট অব কমার্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনী, অস্ট্রেলিয়া, কাবুল, আফগানস্থান, জেজু আইল্যাণ্ড, দক্ষিণ কোরিয়া, ব্যাংকক, থাইল্যান্ডে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ছাড়াও, তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে সরকারি কার্যোপলক্ষ্যে সফর করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণী চাউল্ড কেয়ার এণ্ড ডেভেলপমেন্ট সংস্থায় পরামর্শক হিসেবে কর্মরত রয়েছেন । পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।