Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২১

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি

ট্রেড লাইসেন্স ইস্যু:

বিভাগ/দপ্তর রাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতি ট্রেড লাইসেন্স ইস্যু।
সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

ট্রেড লাইসেন্সের জন্য নির্ধারিত ‘কে’ ফরমে আবেদন করতে হয়। আবেদন পত্রের সাথে ৩ কপি ছবি, ভাড়ার চুক্তি পত্র ও ভাড়ার রশিদ, কর পরিশোধের রশিদ সহ কর কর্মকর্তার বরাবর আবেদন করতে হয়। লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে মেমোরেন্ডাম এর কপি দাখিল করতে হয়। পরবর্তীতে লাইসেন্স সুপারভাইজার কর্তৃক সরেজমিনে তদন্ত করে সঠিক পাওয়া গেলে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ ৩ দিন, স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য বিভাগের তদন্তের  প্রয়োজন হলে ৭ দিন।
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান ১) নামজারীর ফরম মূল্য ১০ টাকা
২) ব্যবসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি আদায় করা হয়।
অন্যান্য বিধান কর আইনের ৪৪(১), ধারা।
অনলাইনে আবেদনের লিংক http://116.68.194.158/cp/cportal/cp/southcc.aspx

 

ট্রেড লাইসেন্স নবায়ন:

বিভাগ/দপ্তর রাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতি ট্রেড লাইসেন্স নবায়ন
সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

ট্রেড লাইসেন্স বহির সাথে নবায়নের চালান বহি থাকে। বৎসর ভিত্তিক নবায়ন সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় নির্ধারিত ফি জমা প্রদানের মাধ্যমে করা হয়।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ ১ দিন
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান নির্ধারিত ফি
অন্যান্য বিধান